১
ছুঁয়ে দেখো রেখাগুলো,উষ্ণতা পাবে
ছুঁয়ে দেখো ঘাম
ছুঁয়ে দেখো অ্যাবসিস ,তার ফেলে যাওয়া দাগ..বিলাসিতা,
ছুঁয়ে দেখো অন্ধকার কালো
ছুঁয়ে দেখো রেখা গুলো সব জীবিত ও মৃত
এগুলো আমার সব গদ্য ও কবিতা
এগুলো আমারি কৃত..!
২
চশমার আড়ালে যে চোখ ভাঙ্গা পুকুর ঘাটের মত ছলছলে শ্যাওলা ভরা,
নদীর ওপর ব্রিজ নড়বড়ে ও লাজুক,
যে নারীর শরীর জুড়ে আঁচড়…তাকে তুমি পাগলি বলে ডাকো
যে নারীর মনের কথা ভেবে
আকাশ ভেঙে অজস্র জল নামে
যে নারী গান গাইতে গেলে
পাথর গুলো ফুলের মত নড়ে
তাকেও তুমি পাগলি বলে ডাকো…
তমিস্রাজিৎ বন্দ্যোপাধ্যায়
মানুষ চাঁদে পা দেবার ঠিক ২ মাস পর আমি পৃথিবীতে পা দিই, ১৬ সেপেম্বর, ১৯৬৯…চন্দ্রাহত…কিছু মায়া পিছুটানে আটকে আছি…বিশেষ কোনো দায় নেই…আমাকে গ্রহণ করুন বা সপাটে সরিয়ে দিন, কিছু এসে যাবে না আমার। ঘটনাচক্রে আমি ও মন্দাকিনী এক বয়েসি ও আমাদের রাশি এক, তুলা।