thaba.in

স্বদেশ মিশ্রের কবিতা

শেয়ার করুন
এক
তীব্র জাহাজ ভাঙে 
শহরে তোমার 
ধুলো ওড়ে 
ঘরবাড়ি ওড়ে ঘুরে ঘুরে
 
এখনো মাদলরাতে 
কামারি কামার 
ধাতব আগুনে মারে 
নিষ্ঠ হাতুরি 
তীব্র শব্দ হয় 
 
দুই
ঘুম ভেঙে কফিশপে এসো 
এখানে শরৎকাল 
আলোর উদগম 
 
বিস্মৃতি কে 
সময় দাও
পারতপক্ষে, আপেক্ষিক, সার্বিকভাবে 
অক্ষরসংবহন ইত্যাদি শব্দবন্ধসমূহ 
ঝেড়ে ফেলো
 

স্বদেশ মিশ্র

স্বদেশ মিশ্র শুন্য দশকের কবি। জন্ম ১৯৮৬, কলকাতায়। পেশায় আইনজীবি। প্রকাশিত কাব্যগ্রন্থ: লাল পানশালা ও হে মৃগকায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top